নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের খসড়ায় ধর্ষণের সাজার পরি বর্তন

নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের খসড়ায় ধর্ষণের সাজার পরি বর্তন

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় অপরাধীকে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। বৃহস্পতিবার (২০ মার্চ) এই বিধানসহ নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব আরও জানান, উপদেষ্টা পরিষদে নেওয়া অন্য সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো, সরকারি কাজের দরপত্রে দুনীতি কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এখন থেকে সব সরকারি কাজ শতভাগ টেন্ডারে করা হবে। এর আগে ৬০ শতাংশ কাজ টেন্ডারে হতো।

তাছাড়া, তিন পার্বত্য জেলায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন প্রেস সচিব। তিনি জানান, এই ছুটি অন্যান্য জেলার বা সমতলের আদিবাসী জনগণের জন্যও প্রযোজ্য হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *