অনলাইনে গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা নজরদারিতে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি

অনলাইনে গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা নজরদারিতে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনলাইনে ভুল তথ্য, ভুয়া খবর ও গুজব রোধে বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। সেলটি ২৪ ঘণ্টা সার্বক্ষণিকভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলো পর্যবেক্ষণ করবে, তথ্য যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত করবে এবং গুজব শনাক্তে দ্রুত পদক্ষেপ নেবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এই কার্যক্রমে প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে।

ফয়েজ আহমদ তৈয়্যব অনলাইন ব্যবহারকারীদের উদ্দেশে বলেন, “কোনো তথ্য শেয়ার করার আগে উৎস যাচাই করুন। সন্দেহজনক বা উসকানিমূলক কনটেন্ট পেলে দ্রুত এজেন্সিকে জানান। দেশবিরোধী গোষ্ঠীর ফাঁদে পা না দিয়ে ভুয়া তথ্য, ছবি বা ভিডিও ছড়ানো থেকে বিরত থাকুন এবং অন্যদেরও সচেতন করুন। দেশের সাইবার স্পেস নিরাপদ রাখা আমাদের সবার দায়িত্ব।”

তিনি আরও জানান, সাইবার অপরাধ প্রতিরোধে এনসিএসএ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রেখেছে হেল্পলাইন সেবা। পাশাপাশি নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য সংস্থাটি চারটি ই-মেইল ঠিকানা প্রকাশ করেছে—

১️⃣ report_betting@ncsa.gov.bd — অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগের জন্য
২️⃣ report_misinfo@ncsa.gov.bd — গুজব বা ভুল তথ্য সংক্রান্ত অভিযোগের জন্য
৩️⃣ report_harassment@ncsa.gov.bd — ফেক প্রোফাইল, অডিও-ভিডিও বা অশ্লীল কনটেন্টের মাধ্যমে হয়রানির অভিযোগের জন্য
৪️⃣ report_cii@ncsa.gov.bd — গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলা সংক্রান্ত অভিযোগের জন্য

যেকোনো সময় এসব ঠিকানায় তথ্য বা অভিযোগ পাঠানো যাবে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়্যব।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *