অনেক নাটকীয়তা শেষে অনুশীলনে ফিরল তাসকিনরা

অনেক নাটকীয়তা শেষে অনুশীলনে ফিরল তাসকিনরা

দিনভর নাটকীয়তা ও লজ্জাজনক এক অধ্যায় পার করে অবশেষে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দল দুর্বার রাজশাহী। আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব, তবে তার আগেই নিজেদের কার্যক্রম বন্ধ রাখে এই ফ্র্যাঞ্চাইজি। বিপিএল শুরু হওয়ার পর প্রায় অর্ধেক পথ পার হয়ে গেলেও এখনও পারিশ্রমিকের ১ টাকাও পায়নি রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা।

এ নিয়ে দলের সদস্যদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর ফলস্বরূপ, গতকাল অনুশীলনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করে ক্রিকেটাররা। এরপর দিনভর চলতে থাকে নানা নাটকীয়তা, এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বৈঠক। এরপর রাজশাহী কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিশ্রুতি মেলে, এবং সেই অনুযায়ী আজ সকালে রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলনে যোগ দেন।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সকালে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা, যেখানে অধিনায়ক এনামুল হক বিজয়ও উপস্থিত ছিলেন।

এর আগে, ঢাকা পোস্টের সঙ্গে কথা বলার সময় রাজশাহী ফ্র্যাঞ্চাইজির এক ক্রিকেটার জানান, পারিশ্রমিক না পাওয়ার কারণে ক্রিকেটাররা অনুশীলন স্থগিত রেখেছিল। তবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দাবি করা হয়, পারিশ্রমিকের সঙ্গে অনুশীলন না করার কোনো সম্পর্ক নেই। রাজশাহীর অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ জানান, ক্রিকেটারদের চাওয়াতেই নির্ধারিত অনুশীলন বাতিল করে বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছিল। তিনি বলেন, “পেমেন্টের কোনো সমস্যা ছিল না। আগামীকাল ১৬ তারিখের মধ্যে আমরা পারিশ্রমিক প্রদান করব।”

একই সময়, ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে থাকা একজন ক্রিকেটার ঢাকা পোস্টকে জানান, বিপিএল মাঝপথে চলে এলেও তারা এখনো কোনো টাকা পাননি, যার কারণে অনুশীলন বর্জন করেছিলেন। স্থানীয়দের পাশাপাশি, দলের কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক পায়নি। তবে কোচরা ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।

বিপিএলে রাজশাহী ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। ৬ ম্যাচে মাত্র দুইটি জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। চট্টগ্রাম পর্বে রাজশাহীর চারটি ম্যাচ খেলার কথা রয়েছে, প্রথম ম্যাচে তারা আগামী ১৭ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *