বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে শেষ মুহূর্তে যোগ দিচ্ছেন প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। শুরুতে ২৭ জনের প্রাথমিক স্কোয়াডে না থাকলেও চোটগ্রস্ত দুই খেলোয়াড়ের জায়গায় তাকে দলে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে পাঁচ দিন অনুশীলনের পর ৫ নভেম্বর ঘোষিত দলে কিউবার নাম ছিল না। তবে ফরোয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া চোট থেকে সেরে না ওঠায়, তাঁদের পরিবর্তে কিউবা মিচেল ও ফর্টিস এফসির মোরশেদ আলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবে ক্যারিয়ার শুরু করেছিলেন কিউবা মিচেল। চলতি বছরের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশ দলে তাঁকে খেলানোর আলোচনা চলছিল। কিন্তু পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় আগের দলে সুযোগ পাননি তিনি।
বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন এই প্রবাসী ফুটবলার। ক্লাবে নিয়মিত না খেলায় জাতীয় দল থেকে কিছুটা দূরে ছিলেন তিনি। তবে এবার ইব্রাহিমের চোটে খুলে গেছে জাতীয় দলের দরজা, আর সেই সুযোগেই অবশেষে লাল–সবুজ জার্সিতে দেখা যেতে পারে কিউবা মিচেলকে।

