বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারীদের ক্রিকেটে উন্নয়ন ত্বরান্বিত করতে কেন্দ্রীয় চুক্তিভুক্ত নারী ক্রিকেটারদের বেতন ৩৫% বৃদ্ধি করেছে। এর ফলে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বেতন বেড়ে হয়েছে ১,৬০,০০০ টাকা, যা আগের ১,২০,০০০ টাকার থেকে বৃদ্ধি পেয়েছে। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে এবং একই মাস থেকে বকেয়া বেতনও পরিশোধ করা হবে।
বেতন বৃদ্ধিকে নারী ক্রিকেটের জন্য বড় একটি সিদ্ধান্ত হিসেবে দেখা হলেও, বিষয়টি বিতর্কেও ঘিরে রেখেছে। জ্যোতির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আগে থেকেই ছিল, আর এমন সময়ে বেতন বৃদ্ধির ঘোষণা পেয়ে অনেকেই বিস্মিত হয়েছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশের সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক। তিনি বলেছেন,
“অভিযোগের বিষয়গুলোর সঠিক তদন্ত না করে এভাবে বেতন বাড়ানো ঠিক হয়নি। দেশকে যারা রিপ্রেজেন্ট করে, তাদের আচরণ প্রশ্নবিদ্ধ হলে সেটা পুরো টিমের ওপর প্রভাব ফেলে। বেতন বাড়ানোর আগে বিসিবির উচিত ছিল সব অভিযোগ পরিষ্কার করা।”
রফিকের মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ক্রিকেটপাড়ায় এবং ক্রিকেট ভক্তদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে।

