অস্ট্রেলিয়ায় ঈদ এর তারিখ জানিয়ে দিল দেশটির জাতীয় ইমাম কাউন্সিল

অস্ট্রেলিয়ায় ঈদ এর তারিখ জানিয়ে দিল দেশটির জাতীয় ইমাম কাউন্সিল

শনিবার (২৯ মার্চ) এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ২৯তম রজমানে সিডনি ও পার্থে ঈদের চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ উদযাপিত হবে ৩১ মার্চ, সোমবার।

বিবৃতিতে বলা হয়েছে, সিডনি ও পার্থের আকাশে ২৯ মার্চ সূর্যাস্তের পর নতুন শাওয়ালের চাঁদ উন্মোচিত হবে। সিডনিতে রাত ৯টা ৫৭ মিনিটে এবং পার্থে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে চাঁদ দেখা যাবে। এর ফলে, উল্লিখিত দুই শহরে পরদিন শাওয়াল মাসের প্রথম দিন তথা ঈদ উদযাপন করা সম্ভব হবে না।

অর্থাৎ, রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৩০ মার্চ ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের শেষ দিন হবে। ঈদুল ফিতর ৩১ মার্চ, সোমবার উদযাপিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *