আউট না হয়ে ৫৪২ রান করে বিশ্বরেকর্ড নায়ারের

আউট না হয়ে ৫৪২ রান করে বিশ্বরেকর্ড নায়ারের

বিজয় হাজরা ট্রফিতে ভিন্নরকম এক রেকর্ড গড়েছেন করুন নায়ার। ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন এই ভারতীয় ব্যাটার। চার ইনিংস পর গতকাল তিনি আউট হয়েছেন। এই সময়ে পাঁচ ম্যাচে চার সেঞ্চুরিতে করেছেন মোট ৫৪২ রান।

আউট না হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড এত দিন ছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের। ২০১০ সালে ৫২৭ রান করেছিলেন তিনি আউট না হয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *