সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টির (আইএল টি–টোয়েন্টি) চতুর্থ আসর শুরু হবে আগামী ২ ডিসেম্বর। আবুধাবি, দুবাই ও শারজাহ—এই তিন ভেন্যুতে ছয় দল মুখোমুখি হবে মোট ৩৪ ম্যাচে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি।
এবারের আসরে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে অংশগ্রহণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তাঁদের এনওসি দেওয়া হয়েছে বলে বিসিবির নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।
মুস্তাফিজকে ঘিরে দল পাওয়ার ইস্যুতে তৈরি হয়েছিল বেশ নাটকীয়তা। নিলামের আগে লুক উডের বদলি হিসেবে দুবাই ক্যাপিটালস তাঁকে দলে নিলেও পরে চুক্তি বাতিল করে হায়দার আলীকে দলে নেয়। প্রায় এক মাস পর আবারও বিকল্প খেলোয়াড় হিসেবে মুস্তাফিজকে দলভুক্তির ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ফলে আসন্ন আসরে দুবাই ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে এই বাঁহাতি পেসারকে। এর আগে একই মালিকানার দল দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন তিনি।
অন্যদিকে, নিলামে ৮০ হাজার ডলার ভিত্তিমূল্যে তাসকিনকে দলে নেয় শারজাহ ওয়ারিয়র্স। আর এমআই এমিরেটস ৪০ হাজার ডলার ভিত্তিমূল্যে দলে টেনেছে সাকিব আল হাসানকে। ফলে এবারের আইএল টি–টোয়েন্টিতে তিনজন বাংলাদেশি ক্রিকেটার মাঠে নামতে যাচ্ছেন।

