আজ কলি, কাল পূর্ণ বিকশিত ফুল — নাহিদ ইসলাম

আজ কলি, কাল পূর্ণ বিকশিত ফুল — নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা আজ কলি হয়ে আছি, ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা একদিন ফুটবই।’

রোববার (৯ নভেম্বর) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এনসিপি লড়াই করে একটি প্রতীক অর্জন করেছে—‘শাপলা কলি’। এটি বাংলাদেশের গ্রামবাংলা, নদীমাতৃক সংস্কৃতি এবং শুভ্রতার প্রতীক বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘অনেকে রাজনীতিকে ভয় পান বা দূরের কিছু মনে করেন। কিন্তু রাজনীতি আমাদের জীবনধারার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত— এটি নির্ধারণ করে রাষ্ট্র ও সমাজ কোন পথে যাবে। তাই রাজনীতিকে ঘৃণা না করে নিজের করে নিতে হবে।’

গণ-আন্দোলনের সময় সাধারণ মানুষের ভূমিকার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘পরিবর্তনের স্বপ্ন যাদের আছে, তাদের রাজনীতিতে আসতে হবে। আমরা চাই না রাজনীতি শুধু টাকাওয়ালা, লুটেরা বা চাঁদাবাজদের হাতে থাকুক— রাজনীতি হতে হবে সাধারণ মানুষের।’

৫ আগস্ট সংসদ ভবনে সংঘটিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সংসদ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাই আমরা সেই সংসদ দখলমুক্ত করেছি রাষ্ট্রকে মুক্ত করার উদ্দেশ্যে।’

এনসিপির সংস্কার প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, ঐকমত্য কমিশনের মাধ্যমে দেশের সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং জাতীয় ঐকমত্য গড়ে উঠেছে। আসন্ন সংসদ সেই সংস্কার বাস্তবায়নের মূল ক্ষেত্র হবে।

শেষে নাহিদ ইসলাম বলেন, ‘এবারের জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই ভোট নির্ধারণ করবে— আমরা কোন পথে এগোবো, পরিবর্তনের পথে নাকি পুরোনো ব্যবস্থার ধারাবাহিকতায়।’

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *