আজ বিসিবির বোর্ড সভায় আসতে পাড়ে যে সকল সিদ্ধান্ত

আজ বিসিবির বোর্ড সভায় আসতে পাড়ে যে সকল সিদ্ধান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হঠাৎ করেই পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে রেজিস্টার্ড ডাকযোগে বোর্ড পরিচালকদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। তবে নোটিশে আলোচ্যসূচি সম্পর্কে কোনো উল্লেখ ছিল না।

বিসিবির একাধিক পরিচালক এই সভার বিষয়ে নিশ্চিত করেছেন। ২১ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। এরপর ২৭ আগস্ট অনুষ্ঠিত হয় পরিচালনা পর্ষদের প্রথম সভা।

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের সভাপতির দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হবে পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। ধারণা করা হচ্ছে, এই সভায় অনুপস্থিত থাকবেন রাজনৈতিক পরিবর্তনের পর আড়ালে চলে যাওয়া কিছু পরিচালক।

এছাড়া, সভায় উপস্থিত থাকতে পারবেন না বলে কয়েকজন পরিচালক ‘লিভ অব অ্যাবসেন্স’ আবেদন করেছেন। তবে তাদের এই আবেদন গৃহীত হবে কি না, তা নির্ভর করছে বোর্ডের ওপর।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো পরিচালক গ্রহণযোগ্য কারণ ছাড়া পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে, তার পদ শূন্য হয়ে যায়। বৃহস্পতিবারের সভায় নতুন করে বিসিবির স্থায়ী কমিটিগুলো গঠন হতে পারে।

মিরপুরের ক্রিকেটপাড়ায় গুঞ্জন রয়েছে যে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রিকেট পরিচালনা কমিটির দায়িত্ব নিজেই রাখতে পারেন। এছাড়া আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *