আনচেলত্তির ঘোষিত ব্রাজিল স্কোয়াড থেকে বাদ পড়লেন নেইমার জুনিওর, স্কোয়াডে চমক পাকেতা

আনচেলত্তির ঘোষিত ব্রাজিল স্কোয়াড থেকে বাদ পড়লেন নেইমার জুনিওর, স্কোয়াডে চমক পাকেতা

আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এ জন্য ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে ইনজুরির কারণে এবারও দলে জায়গা হয়নি নেইমারের। শুধু নেইমারই নন, রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোকেও রাখেননি আনচেলত্তি।

সান্তোসের অনুশীলনে চোট পাওয়ায় নেইমারের জাতীয় দলে ফেরা আবারও পিছিয়ে গেল। গত বৃহস্পতিবার ঊরুতে ব্যথা অনুভব করার পর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর মাংসপেশিতে চোট ধরা পড়ে। এরপর ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) বিষয়টি জানায় সান্তোস। আনচেলত্তি জানান, গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোতে পুরো ফিট খেলোয়াড়েরই প্রয়োজন, তাই আপাতত নেইমারের জায়গা হয়নি।

অন্যদিকে চমক হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন ওয়েস্ট হামের মিডফিল্ডার লুকাস পাকেতা। ম্যাচ পাতানোর অভিযোগ থেকে মুক্ত হওয়ার পর এটাই তাঁর প্রথম জাতীয় দলে ফেরা। আনচেলত্তি জানিয়েছেন, পাকেতাকে আরও কাছ থেকে দেখার সুযোগ নিতে চান তিনি।

ঘোষিত দলে আছেন অভিজ্ঞ কাসেমিরো, মারকিনিওস, রাফিনিয়া ও রিচার্লিসনের মতো তারকারা। এছাড়া তরুণ এস্তেভাও ও চেলসির ফরোয়ার্ড হোয়াও পেদ্রোকেও রাখা হয়েছে। তবে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ই স্কোয়াডে নেই।

আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল, আর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচ। ইতোমধ্যেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

নেইমার সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে, যে ম্যাচে বাঁ হাঁটুর চোটে পড়েছিলেন তিনি। এরপর জাতীয় দলে আর মাঠে নামা হয়নি। এবারের স্কোয়াডে সুযোগ না পাওয়ায় জাতীয় দলের বাইরে থাকার সময়টা দুই বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *