কলকাতা নাইট রাইডার্স ছাড়লেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন থাকছেন টিমে
কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘসময় ধরে দলের মুখ ও আইকন হয়ে থাকা আন্দ্রে রাসেল এবার আর কেকেআরের অংশ নন। আসন্ন আইপিএল মৌসুমের নিলামের আগে কেকেআর তারকা অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশিত রিটেইন তালিকায় সুনীল নারাইন থাকলেও রাসেলের নাম নেই।
আইপিএলের ২০১৪ সাল থেকে কেকেআরে খেলা আন্দ্রে রাসেল দারুণ কার্যকরী পেস বোলিং এবং ব্যাট হাতে পাওয়ারহিটিংয়ের জন্য বিখ্যাত। তিনি কেকেআরের ২০১৪ ও ২০২৪ আসরের শিরোপাজয়ী দলের অংশ ছিলেন এবং ২০১৯ সালে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। কেকেআরের হয়ে তিনি ১৬ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন, যা সুনীল নারাইনের পর দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া, আইপিএল ক্যারিয়ারে ২২৩টি ছক্কা হাঁকিয়ে যৌথভাবে সপ্তম সর্বোচ্চ রেকর্ড তৈরি করেছেন।
৩৭ বছর বয়সী রাসেল ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। গত আসরে ব্যাট হাতে ১০ ইনিংসে ১৬৭ রান সংগ্রহ করেছেন স্ট্রাইকেরেট ১৬৩.৭২, যার মধ্যে একটি ফিফটি। বল হাতে ৯ ইনিংসে ৮ উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ১১.৯৪।
আইপিএলের পরবর্তী আসরের মিনি নিলাম বসবে ১৬ ডিসেম্বর, আবুধাবিতে। এই নিলামে আন্দ্রে রাসেলের নতুন দলের সম্ভাবনা জানা যাবে।

