আবারও আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

আবারও আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সম্প্রতি সংঘটিত দুটি বড় সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সীমান্ত পার হয়ে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি আফগান তালেবানকে অভিযুক্ত করে বলেন, পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা আশ্রয় দিচ্ছে।

জিও নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসলামাবাদের আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ৩০-এর বেশি আহত হয়েছেন। খাজা আসিফ বলেন, “আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি। যারা মনে করছে পাকিস্তান সেনাবাহিনী শুধু সীমান্তে লড়ছে, ইসলামাবাদের এই হামলা তা প্রমাণ করছে।”

তিনি আরও বলেন, এই সন্ত্রাসবিরোধী লড়াই ‘সমগ্র পাকিস্তানের যুদ্ধ’ এবং দেশের ওপর হামলা হলে পাকিস্তান কঠোর জবাব দেবে। আসিফ জোর দিয়ে বলেন, পাকিস্তান আগ্রাসন শুরু করবে না, কিন্তু যেকোনো হামলার প্রতিউত্তর নিশ্চয়ই হবে।

প্রতিরক্ষামন্ত্রী আফগান তালেবান সরকারের হামলার নিন্দা অবিশ্বাসযোগ্য বলে উল্লেখ করে বলেন, “তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলো বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে। কাবুলের নেতৃত্ব চাইলে পাকিস্তানে সন্ত্রাস রোধ করতে পারত, কিন্তু বার্তা এসেছে কাবুল থেকেই।”

তিনি স্পষ্ট করেন, পাকিস্তান সীমান্ত বা শহর—কোথাও সন্ত্রাস সহ্য করবে না এবং প্রতিটি হামলার কঠোর জবাব নিশ্চিত করা হবে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *