আবারও উত্তেজনার আগুন! ক্রিকেট মাঠে ফের ভারত-পাকিস্তান মহাযুদ্ধ!

আবারও উত্তেজনার আগুন! ক্রিকেট মাঠে ফের ভারত-পাকিস্তান মহাযুদ্ধ!

ক্রিকেট দুনিয়ায় ফের জমছে ভারত-পাকিস্তান লড়াই!
মর্যাদা, উত্তেজনা আর আবেগে ভরপুর এই দ্বৈরথ সবসময়ই বিশেষ। মাঠের লড়াইয়ে যেমন থাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, তেমনি গ্যালারিতেও ছড়িয়ে পড়ে উত্তাপ। দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক সম্পর্ক যেমন টানাপোড়েনের, তার ছায়া পড়েছে ক্রিকেটেও। সর্বশেষ এশিয়া কাপেই দুই দলের মুখোমুখি লড়াইয়ে সেই প্রভাব ছিল স্পষ্ট।

দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। তাই তাদের মুখোমুখি দেখা যায় কেবল এশিয়া কাপ বা আইসিসি টুর্নামেন্টে। তবে এবার জাতীয় দলের বাইরেও দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে—হংকংয়ে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী ‘হংকং সিক্সেস’ টুর্নামেন্টে।

আগামী ৭ নভেম্বর হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ৫ ওভারের এই দ্রুতগতির টুর্নামেন্টে অংশ নেবে ১২টি দল, প্রতিটি দলে থাকবেন ৬ জন ক্রিকেটার। তিন দিনব্যাপী এই আসর এবারও জমজমাট আয়োজনের ইঙ্গিত দিচ্ছে।

ভারতের দলকে নেতৃত্ব দেবেন দিনেশ কার্তিক, সঙ্গে আছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নেতৃত্ব পেয়ে কার্তিক বলেন,

“হংকং সিক্সেসের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে ভারতের নেতৃত্ব পাওয়া আমার জন্য বিশাল সম্মানের। আমরা এমন ক্রিকেট খেলতে চাই যা হবে দুঃসাহসী, উপভোগ্য ও বিনোদনমূলক।”

অন্যদিকে পাকিস্তানের নেতৃত্বে থাকছেন তরুণ পেসার আব্বাস আফ্রিদি। তার সঙ্গে দলে আছেন মোহাম্মদ শেহজাদ, আব্দুল সামাদখাজা মোহাম্মদ নাফায়

তবে সব আলোচনা ছাপিয়ে এখন সবার চোখ এক জায়গায়—ভারত বনাম পাকিস্তান ম্যাচে! আন্তর্জাতিক ক্রিকেটে যেখানে তারা প্রায় মুখোমুখি হয় না, সেখানে ‘হংকং সিক্সেস’-এ কী রূপে দেখা দেবে এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল?

পুল বিন্যাস:

  • পুল এ: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা
  • পুল বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত
  • পুল সি: ভারত, পাকিস্তান, কুয়েত
  • পুল ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা
editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *