আবার দুটি গণকবরের সন্ধান মিলল পাওয়া গেল অন্তত ৫০ মরদেহ

আবার দুটি গণকবরের সন্ধান মিলল পাওয়া গেল অন্তত ৫০ মরদেহ

লিবিয়ার কর্তৃপক্ষ দেশটির দক্ষিণ-পূর্ব মরুভূমি থেকে দুটি গণকবর থেকে অন্তত ৫০ জনের মরদেহ উদ্ধার করেছে। এসব মৃতদেহ অভিবাসন ও শরণার্থী প্রত্যাশীদের, যারা ইউরোপে পাড়ি জমাতে লিবিয়া দিয়ে যাত্রা করতে চেয়েছিলেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লিবীয় কর্তৃপক্ষ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মরুভূমি থেকে দুটি গণকবর থেকে প্রায় ৫০টি মৃতদেহ উদ্ধার করেছে। দেশটির নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার কুফরা শহরের একটি খামারের গণকবর থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের ময়নাতদন্ত চলছে।

কুফরার নিরাপত্তা চেম্বারের প্রধান মোহাম্মদ আল-ফাদিল জানিয়েছেন, অভিবাসী আটক কেন্দ্রে অভিযান চালানোর পর শহরে আরও একটি গণকবর পাওয়া গেছে, যেখানে কমপক্ষে ৩০টি মৃতদেহ পাওয়া গেছে। তিনি আরও বলেছেন, বেঁচে থাকা ব্যক্তিদের তথ্য অনুযায়ী, প্রায় ৭০ জনকে ওই স্থানে কবর দেওয়া হয়েছিল এবং কর্তৃপক্ষ এখনও ওই এলাকা অনুসন্ধান করছে।

পূর্ব ও দক্ষিণ লিবিয়ায় অভিবাসী ও উদ্বাস্তুদের সহায়তা করা দাতব্য সংস্থা আল-আবরিন জানায়, গণকবরে পাওয়া কিছু ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছিল।

লিবিয়ায় গণকবরের সন্ধান পাওয়া এটাই প্রথম নয়। এই দেশটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্ট। ইউরোপে উন্নত জীবনের আশা নিয়ে আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ প্রায়ই ভূমধ্যসাগর পারি দেওয়ার চেষ্টা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *