দারুণ ফর্মে থাকা বাংলাদেশের সাবেক অধিনায়ক মুমিনুল হক এবার হ্যাটট্রিক পূর্ণ করে দেখালেন। তার এই কীর্তি মিরপুর টেস্টে বাংলাদেশকে আরও শক্ত অবস্থানে নিয়ে এসেছে।
সিলেটে প্রথম টেস্টে মুমিনুল করেছিলেন ৮২ রান। এরপর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে খেলেছেন ৬৩ রানের ইনিংস। এবার দ্বিতীয় ইনিংসেও তিনি ফেরেন ব্যাটে উজ্জ্বল, মাত্র ৭৬ বলে তুলে নেন ক্যারিয়ারের ২৪তম ফিফটি।
এই ফিফটিতে মুমিনুলের হ্যাটট্রিক সম্পূর্ণ হয়েছে, যা চলতি সিরিজে তার অসাধারণ ধারাবাহিকতা ও দৃঢ় ফর্মের প্রমাণ।

