গাজায় থাকা আরও এক ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ইসরাইলের কাছে ফিরিয়ে দিয়েছে হামাস। বুধবার (৫ নভেম্বর) রেডক্রসের মধ্যস্থতায় এই লাশ হস্তান্তর করা হয় বলে জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে নিহত জিম্মিদের লাশ ফেরত দেওয়ার প্রক্রিয়ার আওতায় এদিন আরও একজনের দেহাবশেষ ইসরাইলের হাতে তুলে দেয় হামাস। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২২ জন জিম্মির লাশ ফেরত দিয়েছে তারা। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, হামাস আরও ছয়জনের লাশ ফেরত দেবে, যাদের মধ্যে রয়েছেন ইসরাইলি, থাই ও নেপালের নাগরিক।
গত মাস থেকেই যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মৃত ইসরাইলিদের লাশ ফেরত দিচ্ছে হামাস। চুক্তি অনুযায়ী, তারা মোট ২৮ জন জিম্মির লাশ ফেরত দিতে সম্মত হয়েছে।
অন্যদিকে, ইসরাইলের অভিযোগ—হামাস ইচ্ছাকৃতভাবে লাশ ফেরাতে দেরি করছে। তবে হামাসের দাবি, গাজার ব্যাপক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মৃতদেহ উদ্ধার করতে সময় লাগছে।
চলমান যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, জীবিত ও মৃত জিম্মিদের বিনিময়ে ইসরাইল ধাপে ধাপে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দিয়েছে। পাশাপাশি, গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে এবং সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
তবে যুদ্ধবিরতি কার্যকর থাকা নিয়েও দুই পক্ষের মধ্যে চলছে পারস্পরিক দোষারোপ। এ সময়েও গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর sporadic বা বিচ্ছিন্ন হামলার খবর পাওয়া গেছে।

