ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ লড়াইয়ে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে লিগের শীর্ষে উঠেছে লিভারপুল। রোববার (৩১ আগস্ট) অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে একমাত্র গোলটি করেন, যা গানার্সদের দীর্ঘদিনের অপরাজিত রেকর্ড ভেঙে দেয়।
আর্সেনাল বিগ সিক্স দলের বিপক্ষে ৮৫৮ দিন ধরে হারেনি। ২০২৩ সালে শেষবার ম্যানচেস্টার সিটির কাছে তারা হেরেছিল। সেই রেকর্ডের অবসান ঘটাল আর্নে স্লটের শিষ্যরা।
ম্যাচ শুরুতেই আর্সেনাল ব্যাকফুটে চলে যায়। রক্ষণভাগের তারকা উইলিয়াম সালিবা ইনজুরির কারণে দ্রুত মাঠ ছাড়েন। ২২ মিনিটে মিকেল আর্তেতার দল একটি সুযোগ তৈরি করেন, তবে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার দারুণভাবে সেভ করেন। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।
দ্বিতীয়ার্ধে উগো একিতি একটি গোল করেছিলেন, কিন্তু তা অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচের নির্ধারণ ঘটে ৮৩তম মিনিটে, যখন সোবোসলাই দূরপাল্লার অসাধারণ ফ্রি-কিকে বল জালে পাঠিয়ে লিভারপুলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেন।
এই জয়ের মাধ্যমে টানা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিভারপুল এখন লিগ টেবিলের শীর্ষে। আর্সেনাল ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।