মোহাম্মদ সালাউদ্দিন এক বছরের মাথায় বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ত্যাগ করার ঘোষণা দিয়েছেন, যদিও তার চুক্তির মেয়াদ এখনও বাকি ছিল। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এর একদিন আগে (৪ নভেম্বর) আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ফলে সালাউদ্দিনের সঙ্গে তার সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়েছে।
আশরাফুল ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, সালাউদ্দিনের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। তিনি বলেন, “সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো। সালাউদ্দ্দিন ভাইয়ের সঙ্গেও সম্পর্ক খুব ভালো। আমি যখন অধিনায়ক ছিলাম, তখনও তিনি কোচ হিসেবে কাজ করেছেন। তাই যা ভাবা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতা মিলছে না।”
গত বছরের ৫ নভেম্বর সালাউদ্দিন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পান। এক বছরের পর গতকাল (৫ নভেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন। তার অধীনে জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স কিছুটা অনিশ্চিত ছিল, বিশেষ করে ধারাবাহিকভাবে ভালো ফর্মে থাকা ব্যাটাররাও ঠিকমতো খেলতে পারছিলেন না।
আশরাফুল ১১ বছর পর আবার জাতীয় দলের ড্রেসিংরুমে ফিরেছেন। তিনি বিপিএল ও গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সঙ্গে কোচিং করেছেন এবং ঘরোয়া ক্রিকেট ও নারী দলের কোচিং অভিজ্ঞতা আছে। এ নিয়ে তিনি বলেন, “ক্রিকেট ছাড়ার পর দুই বছর ধরে কোচিং পরিকল্পনা করছিলাম। মাঠে থাকতে চেয়েছি এবং আলহামদুলিল্লাহ, এখন আবার জাতীয় দলের সঙ্গে কাজ করতে পেরে খুবই খুশি। এখানে ১৩ বছর খেলেছি, অনেক কোচের অধীনে কাজ করেছি। এখন সেই অভিজ্ঞতা বর্তমান ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করতে চাই।”
নিজের খেলোয়াড়ী জীবন থেকে সাফল্য ও ব্যর্থতার নেপথ্য কারণ ব্যাখ্যা করে আশরাফুল বলেন, “ক্রিকেটে মানসিকভাবে শক্ত থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি খেলোয়াড়দের মানসিক দিকটি শক্তিশালী করার ওপর কাজ করব। ব্যাটিং কৌশলে বড় পরিবর্তন আনা হবে না, বরং তাদের মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করা হবে, যাতে তারা সহজভাবে খেলতে পারে।”

