আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির বিচার শুরু হবে কিনা, সে সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন। এর আগে ১৩ আগস্ট আসামিপক্ষের শুনানি শেষ হয়। প্রসিকিউশনের শুনানি শেষ হয় ৭ আগস্ট।
মামলার ১৬ আসামির মধ্যে আটজন কারাগারে, আরেক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন পলাতক। তাদের গ্রেফতার ও হাজিরের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ট্রাইব্যুনাল।
গত ২ জুলাই প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়, যেখানে ছিল ৩১৩ পৃষ্ঠার তথ্য, ৬২ সাক্ষীর তালিকা, ১৬৮ পৃষ্ঠার প্রমাণপত্র ও দুটি পেনড্রাইভ। এরপরই আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত হন ছয় তরুণ। পরে তাদের লাশ পুলিশ ভ্যানে তুলে আগুনে পোড়ানো হয়। এ সময় জীবিত থাকা এক তরুণকেও পেট্রোল ঢেলে হত্যা করা হয়। নৃশংস এ ঘটনার পর ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।