ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বিসিবির কাছে ব্যাখ্যা চান। চিঠির চার দিন পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাফুফেকে লিখিত উত্তর দিয়েছেন।
তাবিথ আউয়াল নিশ্চিত করেছেন যে তিনি চিঠিটি পেয়েছেন। বিসিবির পক্ষ থেকে পাঠানো সেই চিঠিতে জানানো হয়েছে, কনফারেন্সে দেওয়া আসিফের বক্তব্য তাঁর ব্যক্তিগত মত, বিসিবির নয়। যদিও তিনি বোর্ডের পরিচালক, তবু কনফারেন্সে তাঁকে পরিচয় করানো হয়েছিল একটি জেলার কাউন্সিলর হিসেবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়,
‘যে মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে, তা তিনি দিয়েছেন জেলা প্রতিনিধির ভূমিকায়। দীর্ঘদিনের মাঠ–সংক্রান্ত সমস্যা ও স্থানীয় ক্রিকেটের জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের কারণেই তিনি এমন মন্তব্য করে থাকতে পারেন।’
বিসিবি স্পষ্ট জানায় যে কোনো ব্যক্তির মতামত বোর্ডের অবস্থানকে প্রকাশ করে না।
চিঠিতে লেখা হয়,
‘কনফারেন্সে দেওয়া মন্তব্য সম্পূর্ণ আসিফ আকবরের ব্যক্তিগত অভিব্যক্তি; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য হিসেবে তা বিবেচনা করা যাবে না।’
শেষে বিসিবি সভাপতি দুঃখ প্রকাশ করেন—
‘উক্ত মন্তব্যে ফুটবল পরিবার বা ভক্তদের মনে যদি কোনোভাবে আঘাত বা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

