গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, যারা সরকারের উপদেষ্টা হিসেবে থাকাকালীন ভবিষ্যতে রাজনীতিতে অংশ নিতে চান, তারা পদত্যাগ করলে সরকারের নিরপেক্ষতা আরও দৃঢ় হবে।
সোমবার (১০ নভেম্বর) ব্যক্তিগত ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, “উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য শুভকামনা রইলো। যারা উপদেষ্টা হিসেবে আছেন এবং রাজনীতিতে আসতে চান, তারা পদত্যাগ করলে বরং সরকারের নিরপেক্ষতা বৃদ্ধি পাবে। এ ক্ষেত্রে আসিফ মাহমুদের সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। বরং পদত্যাগ আরও আগে করলে তার রাজনৈতিক ক্যারিয়ার আরও সমৃদ্ধ হতো।”
তিনি আরও উল্লেখ করেছেন, সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আসিফ মাহমুদের উপর অনেক সমালোচনা হয়েছে। তবে এটি পুরোপুরি তার দায় নয়। রাশেদ খানের মতে, সিনিয়র উপদেষ্টারা তরুণদের সঠিক দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছেন, ফলে আসিফরা হাল ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি বলেন, “আসিফ মাহমুদের অনেক ভুল থাকতে পারে, কিন্তু তরুণ বয়সে ভুল করা স্বাভাবিক।”
আসিফ মাহমুদের রাজনৈতিক অবদানের প্রশংসা করে রাশেদ খান বলেন, “তার সাত শব্দের লাইন ইতিহাস বদলে দিয়েছে — ‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা!’ ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্টে লং মার্চের তারিখ এগিয়ে আনার নায়ক ছিলেন তিনি।”
রাশেদ খান আরও বলেন, “আমি আসিফ মাহমুদের জাতীয় রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানাই। আশা করি, তিনি তার ভুলভ্রান্তি শুধরে জনগণের নেতা নয়, বরং সেবক হিসেবে কাজ করবেন।”

