আ.লীগ নেতা হাসান মাহমুদ যেখান থেকে গ্রেপ্তার হল

আ.লীগ নেতা হাসান মাহমুদ যেখান থেকে গ্রেপ্তার হল

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নান্দাইল পৌরসদরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ।

জানা গেছে, গত ৫ আগস্ট সরকারের পতন ঘটানোর পর থেকে গা ঢাকা দিয়ে ছিলেন হাসান মাহমুদ জুয়েল। শুক্রবার নান্দাইল পৌরসদরের নিজ বাসায় উপস্থিত হলে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রিপার স্বামী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে কুপিয়ে জখমের মামলায় হাসান মাহমুদ জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহমেদ জানান, মামলার এজহারভুক্ত প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন হাসান মাহমুদ জুয়েল। এছাড়া, তিনি একাধিক মামলার পলাতক আসামি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *