ইসরাইলকে অস্ত্র দিতে জার্মানির কড়া শর্ত কী?

ইসরাইলকে অস্ত্র দিতে জার্মানির কড়া শর্ত কী?

গাজা যুদ্ধবিরতির অগ্রগতি ও মানবিক সহায়তা প্রবাহ বাড়ায় ইসরাইলে অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জার্মানি। আগামী ২৪ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে বার্লিন জানায়।

জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস জানান,
১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি, কূটনৈতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি এবং গাজায় সহায়তা বৃদ্ধি—এই তিন কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, অস্ত্র রপ্তানির প্রতিটি অনুমোদন আলাদাভাবে পর্যালোচনা করে দেওয়া হবে। সরকারের আরেক মুখপাত্র স্পষ্ট করেন—
ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি পুরোপুরি মানলে তবেই রপ্তানি অব্যাহত থাকবে
এর মধ্যে বৃহৎ পরিসরের মানবিক সহায়তা প্রবাহ বজায় রাখা বাধ্যতামূলক।

এর আগে গাজায় ইসরাইলের স্থল অভিযান বৃদ্ধি ও মানবিক সহায়তা বন্ধের ঘোষণার কারণে গত ৮ আগস্ট চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস অস্ত্র রপ্তানি স্থগিত করেছিলেন।

এদিকে, ইউরোপীয় মানবাধিকার সংস্থা ইসিসিএইচআর অভিযোগ করেছে, জার্মানির অস্ত্র সরবরাহ আন্তর্জাতিক আইনের, বিশেষ করে গণহত্যা প্রতিরোধবিষয়ক জেনেভা কনভেনশনের, সম্ভাব্য লঙ্ঘন হতে পারে।

সূত্র: আনাদোলু, রয়টার্স

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *