ইসলামী ব্যাংকে দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

ইসলামী ব্যাংকে দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মো. ওমর ফারুক খান এর আগে এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন। তিনি ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দেন এবং ৩৭ বছর বিভিন্ন পদসহ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. ওমর ফারুক খান ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন অ্যাসোসিয়েট এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সার্টিফায়েড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস)।

মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ইসলামী ব্যাংকে যোগদানের আগে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ২০০২ সালে ইসলামী ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগ দিয়ে ২২ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *