ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে প্রথমবার পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন এবং প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়ে গেছেন। শনিবার ওয়েলসের বিপক্ষে ৩–০ গোলের জয় তুলে নিয়েছে পর্তুগাল। আগামী মঙ্গলবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষেও খেলবেন রোনালদো জুনিয়র।
আল নাসর একাডেমির এই ফরোয়ার্ড ওয়েলসের বিপক্ষে শুরু থেকেই মাঠে ছিলেন এবং ম্যাচের ৪২তম মিনিটে ডান পায়ের নিখুঁত শটে প্রথম গোলটির দেখা পান।
পর্তুগাল ফুটবল ফেডারেশন তাদের সামাজিক মাধ্যমে ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়রের গোলের ভিডিও শেয়ার করে লিখেছে, ‘যেমন বাবা, তেমন ছেলে।’
ফিট না থাকলে নেইমারকে দলে নেবেন না আনচেলত্তি

দিনটি রোনালদো পরিবারে জন্য ছিল বিশেষ। কারণ ৪০ বছর বয়সী ক্রিশ্চিয়ানো নিজেও সৌদি প্রো লিগে জোড়া গোল করেন, এতে আল ফাইহারকে ২–১ হারিয়েছে আল নাসর। এই জয়ের সঙ্গে চলতি মৌসুমে তার দল অপরাজিত রয়েছে।
শেষ মুহূর্তে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন রোনালদো। তিনি বলেন, “গোল করা সবসময়ই আনন্দদায়ক, বিশেষ করে যখন তা দলের জয়ে সাহায্য করে। ব্যক্তিগত পুরস্কার আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়। আমার লক্ষ্য চ্যাম্পিয়নশিপ জয়। শেষ মুহূর্তের গোলটি করার সময় আমার হৃদস্পন্দন একটু দ্রুত ছিল। এই ফুটবলই আমার জীবন। ২২ বছর ধরে আমি মাঠে খেলছি, এখনও একইভাবে আনন্দ পাই।”

