দ্বিতীয় দিনের প্রথম পাঁচ ওভারে চার মাইলফলকে বাংলাদেশ
মিরপুরে দ্বিতীয় দিনের সকালটা শুরুতেই উৎসবমুখর করে তুলেছে বাংলাদেশ। আগের দিন ৪ উইকেটে ২৯২ রানে খেলা শেষ করার পর নতুন সকাল শুরু হতেই মাত্র পাঁচ ওভারের মধ্যেই দল ছুঁয়ে ফেলে চারটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
দিনের দ্বিতীয় ওভারেই ইতিহাস রচনা করেন মুশফিকুর রহিম। শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে তিনি বিশ্ব ক্রিকেটে ১১তম এবং বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই অনন্য কীর্তিতে নাম লেখান।
মুশফিকের সেঞ্চুরির পরই আসে দ্বিতীয় সাফল্য। সঙ্গী লিটন দাস চোখধাঁধানো এক চার মেরে পূর্ণ করেন নিজের ক্যারিয়ারের ২০তম টেস্ট ফিফটি।
এরপর অল্প সময়ের ব্যবধানে পূর্ণ হয় দলের ৩০০ রান—লিটনের নেওয়া একটি সিঙ্গেলে।
দিনের শুরুতে ২০২ রানে যখন লিটন-মুশফিকের জুটি দাঁড়িয়েছিল, তখন থেকে ধারাবাহিক ব্যাটিংয়ে তারা গড়ে ফেলেন আরেকটি সেঞ্চুরি জুটি। ফলে দ্বিতীয় দিনের প্রথম পাঁচ ওভারেই চারটি মাইলফলক উদযাপন করে বাংলাদেশ দল।

