একনজরে দেখে নিন পিএসএল ২০২৫-এর ৬ দলের চূড়ান্ত স্কোয়াড

একনজরে দেখে নিন পিএসএল ২০২৫-এর ৬ দলের চূড়ান্ত স্কোয়াড

আগামী ১০ এপ্রিল শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর দশম আসর, যা ৬টি দলের অংশগ্রহণে ২৫ মে পর্যন্ত চলবে। প্লেয়ার্স ড্রাফট থেকে বাংলাদেশি তিন ক্রিকেটারকে দলে নিয়েছে তিনটি দল।

সোমবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত ড্রাফটে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন, উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস এবং তরুণ পেসার নাহিদ রানা প্রথমবারের মতো ডাক পেয়েছেন।

ড্রাফটে দলে নেওয়া ক্রিকেটাররা:

  • নাহিদ রানা: পেশোয়ার জালমি (গোল্ড ক্যাটাগরি)
  • লিটন দাস: করাচি কিংস (সিলভার ক্যাটাগরি)
  • রিশাদ হোসেন: লাহোর কালান্দার্স (সিলভার ক্যাটাগরি)

এদের মধ্যে, পেশোয়ার জালমি ও করাচি কিংস একবার করে শিরোপা জিতেছে, আর লাহোর কালান্দার্স দুবার শিরোপা অর্জন করেছে।

পিএসএল ২০২৫-এর ৬টি দলের স্কোয়াড:

ইসলামাবাদ ইউনাইটেড:
শাদাব খান (অধিনায়ক), নাসিম শাহ, ইমাদ ওয়াসিম, আজম খান, সালমান আলী আগা, হায়দার আলী, কলিন মুনরো, রুম্মান রায়েস, ম্যাথিউ শর্ট, জেসন হোল্ডার, বেন ডোয়ারশুইস, অ্যান্ড্রিস গাউস, সাদ মাসুদ, সালমান ইর্শাদ, মোহাম্মদ নওয়াজ, হুনাইন শাহ, রাইলি মেরেডিথ, রাসি ভান ডার ডুসেন, স্যাম বিলিংস।

করাচি কিংস:
শান মাসুদ (অধিনায়ক), জেমস ভিন্স, হাসান আলী, আরাফাত মিনহাস, ইরফান খান নিয়াজি, জাহিদ মাহমুদ, টিম সাইফার্ট, অ্যাডাম মিলনে, আব্বাস আফ্রিদি, ডেভিড ওয়ার্নার, খুশদিল শাহ, আমের জামাল, মির হামজা, রিয়াজুল্লাহ, লিটন দাস, ফাওয়াদ আলী, কেন উইলিয়ামসন, মোহাম্মদ নবী, ওমায়ের বিন ইউসুফ, মির্জা মামুন ইমতিয়াজ।

লাহোর কালান্দার্স:
শাহীন আফ্রিদি (অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক, জাহানদাদ খান, জামান খান, ডেভিড ভিসে, ড্যারিল মিচেল, মোহাম্মদ আখলাক, কুশল পেরেরা, আসিফ আফ্রিদি, আসিফ আলী, মোমিন কামার, রিশাদ হোসেন, মোহাম্মদ আজব, টম কারান, সালমান আলী মির্জা, মুহাম্মদ নাঈম।

মুলতান সুলতানস:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), উসামা মীর, ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, ক্রিস জর্ডান, উসমান খান, ফয়সাল আক্রাম, মাইকেল ব্রেসওয়েল, মোহাম্মদ হাসনাইন, কামরান গুলাম, তায়্যব তাহির, গুডাকেশ মটিয়ে, জশ লিটল, আকিফ জাভেদ, শাহিদ আজিজ, উবায়দ শাহ, জনসন চার্লস, শাই হোপ, ইয়াসির খান, আমের আজমত।

পেশোয়ার জালমি:
বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আরিফ ইয়াকুব, মেহরান মুমতাজ, সুফিয়ান মুকিম, আলী রেজা, করবিন বোশ, মোহাম্মদ আলী, আবদুল সামাদ, নাহিদ রানা, ম্যাক্স ব্রায়ান্ট, টম কোলার-ক্যাডমোর, মাজ সাদাকাত, হুসাইন তালাত, নাজিবুল্লাহ জাদরান, আলজারি জোসেফ, আহমেদ দানিয়াল।

কোয়েটা গ্লাডিয়েটর্স:
রাইলি রুশো (অধিনায়ক), সাউদ শাকিল, মোহাম্মদ আমির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আবরার আহমেদ, খাজা নাফয়, আকিল হোসেন, উসমান তারিক, মার্ক চ্যাপম্যান, ফিন অ্যালেন, হাসিবুল্লাহ খান, হাসান নওয়াজ, কাইল জেমিসন, খুররম শহজাদ, মোহাম্মদ জিশান, ফাহিম আশরাফ, কুশল মেন্ডিস, শন অ্যাবট, শোয়েব মালিক, দানিশ আজিজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *