একযোগে দিল্লির ৫০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি, চরম সতর্কতায় প্রশাসন

একযোগে দিল্লির ৫০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি, চরম সতর্কতায় প্রশাসন

ভারতের রাজধানী দিল্লির ৫০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। বুধবার সকালে ই-মেইলের মাধ্যমে এ হুমকি আসে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই, পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে।

যদিও সব স্কুলের নাম স্পষ্ট করা হয়নি, তবে মালব্য নগর ও নজফগড়ে অবস্থিত দুটি স্কুলকে লক্ষ্য করে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া হৌজ রানী এলাকার সর্বোদয়া কন্যা বিদ্যালয়কেও (এসকেভি) এদিন সকালে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় বোম্ব স্কোয়াড ও নিরাপত্তা বাহিনী।

এর আগে সোমবারও দিল্লির ৩২টি স্কুলে একই ধরনের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তখন স্কুলগুলো খালি করে বড় আকারে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। আজও একই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শিক্ষার্থী ও স্টাফদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে তল্লাশি অভিযান চলছে।

প্রসঙ্গত, গত জুলাই মাসে টানা তিন দিন ধরে দিল্লির আটটি স্কুলে বোমা হামলার হুমকি আসে। এমনকি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজেও একটি ভুয়া ই-মেইল পাঠানো হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল ক্যাম্পাসে চারটি আইইডি ও দুটি আরডিএক্সের প্যাকেট রাখা আছে।

ক্রমাগত এমন ভুয়া হুমকির কারণে রাজধানীজুড়ে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *