একসঙ্গে মাঠে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস লিখলেন বাবা–ছেলে

একসঙ্গে মাঠে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস লিখলেন বাবা–ছেলে

সুহাইল সাত্তার ও তাঁর ছেলে ইয়াহিয়া সাত্তার লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেটের এক অনন্য ইতিহাস। ৬ নভেম্বর, বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে তিমুর–লেস্তের হয়ে মাঠে নামেন তাঁরা। এদিনই তাঁরা হয়ে যান আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম একসঙ্গে খেলা বাবা–ছেলে জুটি।

৫০ বছর বয়সী সুহাইল ও ১৭ বছর বয়সী ইয়াহিয়া যে দলের হয়ে খেলেছেন, সেই তিমুর–লেস্তে এ বছরই আইসিসির সহযোগী সদস্যপদ পেয়েছে। তাই ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল তাদের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। যদিও ফল সুখকর নয়—মাত্র ৬১ রানে গুটিয়ে যায় তিমুর–লেস্তে এবং ১০ উইকেটে হেরে যায় তারা। তবুও সুহাইল ও ইয়াহিয়া সংক্ষিপ্ত সময়ের জন্য একসঙ্গে ব্যাট করে গড়ে ফেলেন ইতিহাসের অংশ।

তবে ক্রিকেটে বাবা–ছেলে একসঙ্গে খেলার ঘটনা একেবারেই নতুন নয়। ঘরোয়া ক্রিকেটে গায়ানার কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল ও তাঁর ছেলে তেজনারায়ণ একসঙ্গে খেলেছেন ১১টি প্রথম শ্রেণির ম্যাচ। আফগানিস্তানের শপাগিজা ক্রিকেট লিগেও দেখা গেছে একই রকম দৃশ্য—মোহাম্মদ নবী ও তাঁর ছেলে হাসান ইশাখিল ফাইনালে মুখোমুখি হয়েছিলেন প্রতিদ্বন্দ্বী দলে।

শুধু পুরুষ ক্রিকেট নয়, নারী ক্রিকেটেও এমন নজির রয়েছে। সুইজারল্যান্ড নারী দলের মেট্টি ফার্নান্দেজ ও তাঁর ১৭ বছর বয়সী মেয়ে নায়না মেট্টি সাজু একসঙ্গে ছয়টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন এ বছরের শুরুতে।

যদিও তিমুর–লেস্তের ক্রিকেট যাত্রা শুরুটা সুখকর হয়নি—ইন্দোনেশিয়ার বিপক্ষে সিরিজের তিন ম্যাচেই ১০ উইকেটে হেরেছে দলটি। তবু সুহাইল ও ইয়াহিয়ার এই ঐতিহাসিক একসঙ্গে খেলা স্মরণীয় হয়ে থাকবে আন্তর্জাতিক ক্রিকেটের পাতায়।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *