জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনে সানজামুল ইসলাম আবারও সেঞ্চুরির দেখা পেলেন। রাজশাহী বিভাগের হয়ে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি ১৬৭ বল খেলে ১১২ রানে সেঞ্চুরি করেন। সানজামুলের এটি প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি, যা তিনি সর্বশেষ ২০১৪ সালের এপ্রিল মাসে করেছিলেন—দীর্ঘ ১১ বছর পর ফিরলেন এই মাইলফলকে।
আজকের প্রথম দিনে রাজশাহী বিভাগ ঢাকা বিভাগের বিপক্ষে ৯ উইকেটে ২৭৫ রান তুলেছে। দল ৫ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায়; তানজিদ হাসান তামিম ৭ রান করে এবং সাব্বির হোসেন ১৫ রান করে আউট হন। এরপর সানজামুল একপ্রান্ত আগলে রেখে খেলেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আসে সাব্বির রহমানের ৪৭ রানে এবং তাওহীদ হৃদয় করেন ৩২ রান।
ঢাকা বিভাগের হয়ে আশরাফুল ইসলাম সিয়াম ৪ উইকেট শিকার করেন। এছাড়া শাকিল ৩ উইকেট, আর এনামুল হক ও আনিসুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।
দিনের অন্য ম্যাচে রংপুরের হয়ে রবিউল হক ৫ উইকেট নেন। তার বোলিংয়ে বরিশাল বিভাগ ১৯৬ রানে অল-আউট হয়। জবাবে বরিশাল দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৪৩ রান নিয়ে দিনের খেলা শেষ করে।
অন্যদিকে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ময়মনসিংহ বিভাগ চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৯০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে। এদিন অভিষেক হওয়া আজিজুল হাকিম তামিম ৩৬ রান করেন।

