শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ভাল সময় কাটিয়েছেন বাবর আজম। তিন ম্যাচে ১৬৫ রান সংগ্রহ করে তিনি সিরিজের সর্বোচ্চ রানকারী হলেও তৃতীয় ম্যাচে নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটে, যার কারণে জরিমানা গুনতে হয়েছে তাকে।
তৃতীয় ওয়ানডেতে বাবরের বিরুদ্ধে আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগ আসে। লেভেল ওয়ান, ২.২ অনুচ্ছেদ অনুযায়ী ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সরঞ্জাম, পোশাক বা ফিক্সচার অপব্যবহার করতে পারবেন না। পাকিস্তানের ব্যাটিংয়ের ২১তম ওভারে আউট হয়ে মেজাজ হারান বাবর; মাঠ ছাড়ার আগে ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করার কারণে তাকে ম্যাচ ফিরের ১০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এটি ২৪ মাসে তার প্রথম ডিমেরিট পয়েন্ট।
দুই অনফিল্ড আম্পায়ার, তৃতীয় আম্পায়ার এবং ম্যাচ অফিসিয়ালরা ঘটনার পর রেফারির কাছে অভিযোগ জানান। বাবর শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
জরিমানা সত্ত্বেও বাবর সিরিজে নিজের ২০তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন এবং তিন ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ত্রয়ী পারফরম্যান্স দেখান।

