এবার ভিন্ন ধারার বিপিএল: দর্শকদের জন্য ৬টি ‘মুগ্ধ কর্নার’ও ফ্রী যে সব সুবিধা

এবার ভিন্ন ধারার বিপিএল: দর্শকদের জন্য ৬টি ‘মুগ্ধ কর্নার’ও ফ্রী যে সব সুবিধা

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের নানা জায়গায় এসেছে পরিবর্তন। দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিসিবির সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব আছেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনুস। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্স আয়োজিত হয়েছিল ইউনুসের সামাজিক ব্যবসার মডেলে। এবার বিপিএল নিয়েও বেশ আগে থেকেই কাজ করেছে ইউনুসের টিম। বিপিএলের থিম সং এর ২টি লাইনও ছিল প্রধান উপদেষ্টা ইউনুসের। সব কিছু মিলিয়ে নতুন ধাঁচের এক বিপিএলের আশা এবং প্রত্যাশায় আছেন সকলে।

মাঠেও দেখা যাবে নতুন ধাঁচের বিপিএল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মুগ্ধর স্মরণে বিপিএলের তিন ভেন্যুতে থাকবে ৬টি মুগ্ধ কর্নার। সেখান থেকে বিনামূল্যে পানি পান করতে পারবেন দর্শকরা। টুর্নামেন্ট শুরুর আগের দিন বিষয়গুলো জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, ‘আমরা এবার খুব যত্নবান থাকব দর্শকদের ব্যাপারে। ফ্রি পানির ব্যবস্থা করব। আগে যে জিনিসটা নিয়ে অনেক সমস্যা হত। সে জায়গায় পুষ্টি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।’

ফাহিম আরও জানান, ‘স্টেডিয়াম ঘিরে ৬টা বুথ থাকবে, অনেকগুলো কাউন্টার থাকবে। যেন প্রয়োজন অনুযায়ী সবাই সহজে পানি পেতে পারে। দর্শকদের কাউকেই পানির বোতল নিয়ে ঢুকতে হবে না। মুগ্ধর মধ্য দিয়ে যারা শহীদ হয়েছে জুলা-আগস্টের আন্দোলনে তাদের স্মরণ করছি।’

পানি সরবরাহের দায়িত্বে থাকবে পুষ্টি। ৩০ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *