কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কৈয়ারবিল ইউনিয়নের বড় মৌলভী পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. আবদুল্লাহ (১) এবং জোসনা বেগম (৮)। তারা মামাতো-ফুফাতো ভাই-বোন।
নিহত আবদুল্লাহ কক্সবাজার পৌরসভার চরাপাড়া এলাকার মো. ইলিয়াছের ছেলে, আর জোসনা বেগম রামুর গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ি এলাকার কবির আহমেদের মেয়ে।
স্থানীয়রা জানায়, সকালবেলা বাড়ির উঠানে খেলা করছিল শিশুরা। খেলার ফাঁকে পরিবারের অগোচরে তারা দুজনে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের না দেখে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন এবং পরে পুকুরে ভাসতে দেখেন। উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, একজন অন্যজনকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে উভয়েই পানিতে ডুবে মারা গেছে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ আরমান হোসেন জানান, শিশুর মৃত্যুর বিষয়টি তারা শুনেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।

