কলকাতা টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক শুবমান গিল

কলকাতা টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক শুবমান গিল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান টেস্টে আর মাঠে নামতে পারবেন না ভারতের অধিনায়ক শুবমান গিল। গলা ও ঘাড়ে চোট পাওয়ায় পুরো ম্যাচ থেকেই ছিটকে গেছেন তিনি।

রবিবার তৃতীয় দিনের খেলা শুরুর আগে বিসিসিআই এক বিবৃতিতে জানায়, গিলকে আর মাঠে দেখা যাবে না। বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় দিনের খেলা চলাকালীন ঘাড়ে চোট পান গিল। দিনের শেষে তাকে স্ক্যান ও পরবর্তী পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং পুরো ম্যাচ জুড়েই বিশ্রামে থাকবেন। বিসিসিআইয়ের মেডিকেল দল তার অবস্থা পর্যবেক্ষণে রাখবে।

শনিবার ভারতের প্রথম ইনিংসে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন গিল। কিন্তু তীব্র গলা ও ঘাড়ের ব্যথায় মাত্র তিন বল খেলে চার রানেই ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে সাজঘরে ফেরেন তিনি। দৃশ্যত অস্বস্তিতে থাকায় কিছুক্ষণ পরই অ্যাম্বুলেন্সে করে তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয়। তখন তার গলায় সারভাইক্যাল কলার ছিল। সেখানে তাঁকে দেখছেন চিকিৎসক ডা. সপ্তর্ষি বসু। হাসপাতালে তার এমআরআই স্ক্যানও করা হয়েছে।

শুরুর দিকে বিসিসিআই গিলের সমস্যাটিকে ‘নেক স্প্যাজম’ বলে জানিয়েছিল। তবে হাসপাতালে নেওয়ার পর চোটের জটিলতা নিয়ে শঙ্কা আরও বাড়ে।
ভারতের বোলিং কোচ মরনে মর্কেল অবশ্য জানান, বিষয়টি অতিরিক্ত খেলার চাপের কারণে নয়। তার মতে, গিলের ব্যথা সম্ভবত ‘খারাপ ঘুম’ থেকে হয়েছে। তিনি আরও বলেন, গিল খুবই ফিট এবং নিজের শারীরিক অবস্থার ব্যাপারে সবসময় সতর্ক।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *