কাফনের চাদর বেঁধে ছাত্রলীগের তাণ্ডবপূর্ণ মিছিল

কাফনের চাদর বেঁধে ছাত্রলীগের তাণ্ডবপূর্ণ মিছিল

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সোমবার ভোরে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং মিছিলের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া ৩৫–৪০ জন নেতাকর্মীর মাথায় কাফনের কাপড় বেঁধে রাখা ছিল। মিছিল শুরু হয় সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে এবং উপজেলা এলাকায় পৌঁছে শেষ হয়। মিছিলে নেতাদের নেতৃত্ব দেন কলেজের ছাত্রলীগ সভাপতি জায়েদ প্যাদা।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘মুজিব তোমার স্মরণে’, ‘ভয় করি না মরনে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন। এছাড়া হটাও ইউনুস বাঁচাও দেশ—শিরোনামের ব্যানারও বহন করা হয়।

জায়েদ প্যাদা নিজের ফেসবুক পেইজে মিছিলের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “অনেকদিন পরে আবারও রাজপথে।” অন্যদিকে, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, মিছিলের ভিডিও নজরে এসেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *