কুকুরকে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে মন্ত্রী

কুকুরকে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে মন্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা থেকে একটুর জন্য প্রাণে বেঁচে ফিরেছেন ভারতের কর্ণাটকের মন্ত্রী লক্ষ্মী হেবালকার। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে রাজ্যের কিট্টুর এলাকার কাছে হাইওয়েতে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, পুনে-বেঙ্গালুরুর জাতীয় মহাসড়কে চলাচলরত লক্ষ্মী হেবালকারকে বহনকারী গাড়িটি হঠাৎ একটি কুকুরের সামনে চলে আসলে চালক কুকুরটিকে রক্ষা করতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারান। এর ফলে গাড়িটি সড়কের পাশের একটি গাছে গিয়ে ধাক্কা খায়।

এই দুর্ঘটনায় টোয়োটা ইনোভা হাইক্রস মডেলের প্রাইভেটকারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। গাড়িটি এতটাই দুমড়ে-মুচড়ে যায় যে, দুর্ঘটনার পর ৬টি এয়ারব্যাগ খুলে যায়। তবে, মন্ত্রীর মুখ, কোমড় ও মাথায় সামান্য আঘাত পাওয়ার পরও বড় কোনো সমস্যা হয়নি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, লক্ষ্মী হেবালকার ওই সময় একটি রাজনৈতিক মিটিং শেষে ব্যাঙ্গালুরু থেকে বেলাগাভি ফিরছিলেন। তিনি বর্তমানে সিদ্ধারামাইয়া নেতৃত্বাধীন সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *