কুমিল্লায় গভীর রাতে ছাত্রলীগের মশাল মিছিল অনুষ্ঠিত

কুমিল্লায় গভীর রাতে ছাত্রলীগের মশাল মিছিল অনুষ্ঠিত

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের সদর দক্ষিণ-লালমাই সীমান্তবর্তী বাংলাদেশ বেতার এলাকায় বুধবার (১২ নভেম্বর) ভোর রাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা লকডাউন কর্মসূচির সমর্থনে অনুষ্ঠিত হয়।

মিছিলে সদর দক্ষিণ ও লালমাই উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন হোসেন ও লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি সরাসরি উপস্থিত না থাকলেও নিরাপদ স্থানে থেকে দিকনির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

সড়কে চলাচলরত কয়েকজন অটোরিকশা চালক জানিয়েছেন, রাতের মাঝামাঝি সময়ে জামান ফিলিং স্টেশন ও আরএফএল ফ্যাক্টরির গলি থেকে মুখোশধারী কিছু লোক মশাল হাতে ও ব্যানার নিয়ে বের হয়ে মিছিল শুরু করে। ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল ও তার কন্যা নাফিসা কামালের ছবি দেখানো হয়। কিছু অংশগ্রহণকারী লালমাই বাজার মোড়ে এবং লোটাস কামালের বাড়ির সামনে অবস্থান নেয়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, মিছিলটি আনুষ্ঠানিকভাবে লালমাই থানার এলাকায় হয়নি, বরং বাংলাদেশ বেতার এলাকা সদর দক্ষিণে পড়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে; মিছিলে অংশগ্রহণকারীদের ভিডিও দেখে শনাক্ত করে গ্রেফতারের কার্যক্রম চলছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *