কুমিল্লায় বিএনপি প্রার্থী মনোয়ার সরকারের বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড

কুমিল্লায় বিএনপি প্রার্থী মনোয়ার সরকারের বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড

কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

বুধবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা গভীর রাতে মনোয়ার সরকারের বাড়ির নির্বাচনি অফিস হিসেবে ব্যবহৃত একটি ঘরে আগুন দেয়। এলাকাবাসীর ধারণা, তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, “দরজাবিহীন একটি টিনের চালা ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘরের ভেতরে থাকা একটি টেবিল পুড়ে গেছে। ঘরটি মনোয়ার সরকারের নির্বাচনি কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

তিনি আরও জানান, ঘটনার খবর পাওয়ার পর মনোয়ার সরকার ইতোমধ্যে এলাকায় আসছেন।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *