কৃষকের বৈদ্যুতিক ফাঁদে নিহত দুই স্কুলছাত্র

কৃষকের বৈদ্যুতিক ফাঁদে নিহত দুই স্কুলছাত্র

ভোলার চরফ্যাশনে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে দুই নবম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ওমরপুর ইউনিয়নের মুখার বান্দা মেইন সড়কের পাশে তেলখালি ব্রিজ সংলগ্ন জাহাঙ্গীর আলমের ধানক্ষেতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওমরপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের আলিগাঁও গ্রামের রিয়াজের ছেলে মো. জুবায়েদ (১৬) এবং একই ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিনের ছেলে মো. জিহান (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছিলেন। বিকাল সাড়ে ৫টায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে জুবায়েদ ও জিহান ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সামির বলেন, “জুবায়েদ ও আমি আলিগাঁও আব্দুল গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র, আর জিহান চরফ্যাশন টিভি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আমরা ঘনিষ্ঠ বন্ধু। প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত জনতা বাজারের মহাজনবাড়ির আরিফ স্যারের কাছে প্রাইভেট পড়ি। সোমবারও পড়া শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলো আমার দুই বন্ধু।”

নিহতের পরিবারসহ পুরো গ্রাম শোকে স্তব্ধ। জিহানের মা রহিমা বেগম বললেন, “আমার ছেলে আর ফিরবে না, আমি তাকে আর দেখতে পারব না।”

ঘটনার পর ধানক্ষেতের মালিক জাহাঙ্গীর আলম আত্মগোপনে রয়েছেন। চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *