কেনো বলা হচ্ছে দা বিগ জিরো?

কেনো বলা হচ্ছে দা বিগ জিরো?

রাজনীতি কিংবা খেলায় উভয় জায়গায় সাকিব এখন বড় শূন্য

অগাস্টের ৫ তারিখের পর থেকে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর,সাকিবের জীবনের সবগুলা প্রদীপ নিভতে শুরু করে,রাজনৈতিক, ব্যাক্তিগত এমনকি অবশেষে যে ক্রিকেটার সাকিবকে ঘিরে মাতামাতি সেখানেও প্রভাবটা চোখে পরার মতো।কানপুর টেস্টের শেষ দিনে,অনিশ্চয়তার মাঝে তার জীবনের শেষ টেস্টে ও হোচোট খেলেন সাকিব।

মুশফিকুর রহিম যখন খালেদ আহমেদকে নিয়ে শেষ উইকেটে লড়ছিলেন, ড্রেসিংরুমে তখন মুখে হাত দিয়ে বসে থাকতে দেখা গেল সাকিব আল হাসানকে ৷ কানপুর টেস্টে বোলিংয়ে দারুণ করলেও ব্যাট হাতে যে তাঁর আর রাঙানো হলো না ৷

কানপুর টেস্টেই কি শেষ সাদা পোশাকে সাকিবের ক্যারিয়ার? ‘হ্যাঁ-না’–দুই উত্তরই ঘুরপাক খাচ্ছে গ্রিন পার্ক স্টেডিয়ামের আকাশে। অনেকেই সাকিবকে আজই শেষ দেখছেন এই গ্রিন পার্ক স্টেডিয়ামে। তাতে করে কি শূন্যতেই শেষ হলো সাকিবের ক্যারিয়ার? আজ কানপুর টেস্টের শেষ দিনে সাকিব ২ বল খেলে শূন্য রানে বিদায় নিয়েছেন। জাদেজার বলে রিটার্ন ক্যাচ হয়ে ড্রেসিংরুমের পথ ধরেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ড।

শূন্য রানে ফেরাতেই কি সাকিবের টেস্টে পথ চলা শেষ হয়ে গেল কি না, সেটা বিরাট এক প্রশ্ন। নাকি শেষ টেস্ট খেলতে দেশে অপেক্ষমাণ মামলার দায় মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে নেমে পড়বেন? সেটা জানতে হয়তো অপেক্ষাই করতে হচ্ছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *