কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল

কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল

রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলছে। সড়ক ও নৌপথে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। জরুরি সেবার যানবাহনকে হরতালের আওতার বাইরে রাখা হয়েছে।

গত বুধবার রাঙ্গামাটি শহরের বনরূপায় ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ’ আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই হরতালের ডাক দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা হরতালকে সমর্থন জানিয়েছে। সমর্থন জানিয়ে বুধবার সন্ধ্যায় শহরে মিছিল ও সমাবেশও অনুষ্ঠিত হয়।

হরতালের কারণে সকাল থেকেই রাঙ্গামাটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার বাস বা নৌযান ছাড়াও শহরের একমাত্র পরিবহন সিএনজি অটোরিকশাও বন্ধ। গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয় ৭ শতাংশ কোটা রেখে বাকি ৯৩ শতাংশ পদে মেধাভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল। এই প্রজ্ঞাপনের দাবি বাস্তবায়নের বিষয়ে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের মন্তব্য—‘পরিষদ পরিচালনা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিজস্ব আইন অনুযায়ী হবে’—স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, পরিষদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটা উল্লেখ নেই এবং শূন্যপদের সংখ্যা স্পষ্ট নয়। এই অনিয়মের কারণে হরতালসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *