কোহলির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন এই ব্যাটার

কোহলির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন এই ব্যাটার

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর এখন শুধুমাত্র আন্তর্জাতিক ওয়ানডেতে খেলছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। এই ফরম্যাটে তিনি এখন পর্যন্ত ৩০৫ ম্যাচে করেছেন ১৪ হাজার ২৫৫ রান, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ।  প্রায় ৫৮ গড় ধরে রাখার এই রেকর্ডই প্রমাণ করে কোহলির ধারাবাহিকতার সঙ্গে অন্য কারো তুলনা করাও যেন কঠিনতা।

তবে ওয়ানডেতে অন্তত এক হাজার রান করা ব্যাটারদের মধ্যে এবার সর্বোচ্চ গড়ের মালিক হয়েছেন ক্রিকেট জগতে অনেক পরে প্রবেশ করা আরেক দল যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার মিলিন্দ কুমার।

এর আগে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডসের সাবেক অলরাউন্ডার ও ভারতের বর্তমান ব্যাটিং কোচ রায়ান টেন ডাসকাটের দখলে। ৩৩ ওয়ানডেতে ৬৭ গড়ে ১,৫৪১ রান করেছিলেন তিনি। কিন্তু এবার তাকেও ছাড়িয়ে গেছেন মিলিন্দ।

যুক্তরাষ্ট্রের হয়ে ২২টি ওয়ানডে ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছেন ১,০১৬ রান, গড় ৬৭.৭৩। বিশেষ করে ২০২৫ সালেই তার পারফরম্যান্স ছিল অনবদ্য—১২ ম্যাচে ৮১.৫০ গড়ে মোট ৬৫২ রান সংগ্রহ করেছেন এই অলরাউন্ডার।

গড় রানের হিসাবে মিলিন্দ ও ডাসকাটের পর তৃতীয় অবস্থানে আছেন কোহলি (৫৭.৭১ গড়ে ১৪,২৫৫ রান)।

বর্তমানে আইসিসি বিশ্বকাপের লিগ-২ পর্বে খেলছে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে মিলিন্দ কুমার খেলেন ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস, তার সঙ্গে সাইতেজা মুক্কামাল্লা করেন ১২৩ রান। দুজনে মিলে চতুর্থ উইকেটে গড়েন ২৬৪ রানের বড় জুটি— যা ওয়ানডেতে এই পজিশনে দ্বিতীয় সর্বোচ্চ।

এই ম্যাচে ২৯৩ রানের লক্ষ্য তাড়ায় নামা আরব আমিরাত মাত্র ৪৯ রানেই গুটিয়ে যায়। যুক্তরাষ্ট্রের পক্ষে রুশিল উগারকার একাই শিকার করেন ৫ উইকেট, পরিবর্তে খরচ করেন মাত্র ২২ রান। ফলে ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ২৪৩ রানের ব্যবধানে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *