ক্রিকেট ইতিহাসে যে বিশ্ব রেকর্ড আগে করতে পারেনি কেউ, তাই করে দেখালেন ম্যাথু ব্রিটজ

ক্রিকেট ইতিহাসে যে বিশ্ব রেকর্ড আগে করতে পারেনি কেউ, তাই করে দেখালেন ম্যাথু ব্রিটজ

দক্ষিণ আফ্রিকার তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান 

ম্যাথু ব্রিটজ ওয়ানডে ক্রিকেটে যেন রেকর্ডের পিছু ছাড়ছেন না। মাত্র চার ম্যাচ খেলে তিনি একের পর এক অনন্য কীর্তি সৃষ্টি করেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার (২২ আগস্ট) ৮৮ রানের দারুণ ইনিংস খেলে ব্রিটজ নতুন বিশ্বরেকর্ড গড়েন। এটি ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম চার ইনিংসেই পঞ্চাশের বেশি রান করার কীর্তি

এর আগে ভারতের নভজ্যোৎ সিং সিধু প্রথম চার ইনিংসে ফিফটি করেছিলেন, তবে তা পাঁচ ম্যাচে পৌঁছানোর পর। ব্রিটজ প্রতিটি ম্যাচেই ধারাবাহিকভাবে ফিফটি করে রেকর্ড ভাঙেন।

ব্রিটজের ওয়ানডে অভিষেক হয়েছিল গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে। সেই ম্যাচে তিনি খেলেন ১৫০ রানের ইনিংস, যা ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড। এতে তিনি ১৯৭৮ সালের ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের ১৪৮ রানের রেকর্ড ভেঙেছিলেন।

পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮৩ রান করে তিনি ওয়ানডে ইতিহাসে প্রথম দুই ইনিংসে ২০০ রান পূর্ণ করা ব্যাটার হন। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ৫৭ রান। আজকের ৮৮ রানের ইনিংস মিলিয়ে প্রথম চার ইনিংসে তাঁর সংগ্রহ দাঁড়িয়েছে ৩৭৮ রানে, যা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, যিনি প্রথম চার ইনিংসে করেছিলেন ২৮০ রান।

মাত্র চার ম্যাচ খেলেই বিশ্ব ক্রিকেটে নিজের নাম উজ্জ্বল করে তুলেছেন ২৬ বছর বয়সী এই প্রোটিয়া তারকা। এখন ওয়ানডেতে রেকর্ড বলতে গেলে ব্রিটজের নামেই আসছে

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *