‘ক্রিকেট ফর অলের’ আগে ‘সেফটি ফর অল’ জরুরি: তামিম

‘ক্রিকেট ফর অলের’ আগে ‘সেফটি ফর অল’ জরুরি: তামিম

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জাহানারার পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ অনেকেই। তবে এখনও সরকারি পর্যায়ে তদন্ত কমিটি না গঠানোয় হতাশা প্রকাশ করেছেন তামিম।

রোববার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তামিম লেখেন, “জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকে মুখ খুলতে শুরু করেছেন, যা আশাব্যঞ্জক। তবে এখনও কিছু শঙ্কা রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি বা উদ্যোগ নেওয়া হয়নি।”

তিনি আরও লিখেছেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের অনেকেই বিসিবির উঁচু পদে রয়েছেন। তাই বিসিবির অভ্যন্তরীণ তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে সংশয় থেকেই যায়।”

সরকারের নীরবতাকে দুঃখজনক বলে তামিম আরও উল্লেখ করেন, “দেশের ক্রিকেটে এমন একটি গুরুতর বিষয় নিয়ে তোলপাড় হলেও সরকার বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। আমি আগের মতো আবারও দাবি করছি, দ্রুত একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক—যাতে বিসিবির কেউ না থাকে। এই কমিটিতে নারী অধিকার, যৌন হয়রানি সংক্রান্ত আইন এবং মনস্তাত্ত্বিক বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা উচিত।”

তামিমের মতে, সময়মতো সঠিক পদক্ষেপ না নিলে শুধু ক্রীড়া অঙ্গন নয়, বরং দেশের নারীদের কাছেও দায়ী হয়ে থাকতে হবে সমাজের সবাইকে।

তিনি শেষে লেখেন, “বিসিবিতে এখন একটি স্লোগান চলছে—‘ক্রিকেট ফর অল’। কিন্তু আমি মনে করি, এর আগে নিশ্চিত করতে হবে ‘সেফটি ফর অল’। দেশের প্রতিটি খেলা আমাদের গর্ব, আমাদের সম্মান, আর সেই সম্মান রক্ষার দায়িত্বও আমাদের সবার।”

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *