ক্রীড়াঙ্গনে, ২০২৪ সালে শিরোপা অর্জনে বাংলাদেশের ইতিহাস

ক্রীড়াঙ্গনে, ২০২৪ সালে শিরোপা অর্জনে বাংলাদেশের  ইতিহাস

বলতে বলতে প্রায় শেষ হয়ে এসেছে ব্যাপক আলোচিত ২০২৪ সাল। বাংলাদেশের প্রেক্ষাপটে এই বছরের সবথেকে বড় ঘটনা সরকার পরিবর্তন। তবে ক্রীড়াঙ্গনেও রয়েছে অবাক করা খবর। একই বছরে অর্ধ ডজন শিরোপা অর্জন করেছে বাংলাদেশ। কোন পঞ্জিকা বর্ষে এতো বেশি ট্রফি এর আগে জেতেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে কোন একক খেলায় নয়, ক্রিকেট ফুটবল এবং কাবাডি মিলিয়ে এই ৬ শিরোপা অর্জন করেছে বাংলাদেশ। যার মধ্যে সর্বোচ্চ চারটি এসেছে বয়সভিত্তিক ফুটবল থেকে। বাকি একটি করে শিরোপা আসে ক্রিকেট ও কাবাডির মাধ্যমে। অবশ্য নানা সাফল্যের মাঝেও অসংখ্য ব্যর্থতার গল্প রয়েছে এবছর।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ২০২৪ সালের সবথেকে বড় টুর্নামেন্ট ছিল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সেখানে খুব একটা সফল হতে পারেনি টাইগাররা। নিজেদের সেরা সাফল্য অর্জন করলেও সুযোগ এবং প্রত্যাশার তুলনায় বেশ ব্যর্থ ছিল বললেই চলে। চলতি বছর তেমন কোন টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

তবে বিজয়ের মাসে বাংলাদেশকে জয়ের আনন্দে ভাসিয়েছে বয়স ভিত্তিক দলের যুবা টাইগাররা। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে বাংলাদেশ জিতে নিয়েছে নিজেদের টানা দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা। অপরদিকে দুর্ভাগ্যজনকভাবে টুর্নামেন্টের ফাইনালে উঠেও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।

Bangladesh u19 asia cup won

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ জয়।

ফুটবলে বাংলাদেশের সবথেকে বড় প্রাপ্তি ছিল নারী জাতীয় দলের সাফ শিরোপা জয়। ৩০ অক্টোবর অনুষ্ঠিত শিরোপা নির্ধারিত ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতকে হারায় সাবিনা খাতুনরা। এর আগে ২০২২ সালেও নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল লাল সবুজের প্রতিনিধিরা।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারেও ফল নিষ্পত্তি হয়নি। উভয় দল ১১টি গোল করার পর ভারত খেলতে অস্বীকৃতি জানায়। এতে যৌথ চ্যাম্পিয়ন করা হয়। অবশ্য নিয়ম অনুযায়ী বাংলাদেশকে করা উচিত ছিল চ্যাম্পিয়ন।

এদিকে নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ সাফে বাংলাদেশের মেয়েরাও চ্যাম্পিয়ন হয়। এই টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারায় বাংলাদেশ। পুরুষ ফুটবলের একমাত্র সাফল্য আসে অনূর্ধ্ব-২০ দল থেকে। বয়সভিত্তিক এই দল সাফ টুর্নামেন্টে নেপালকে হারিয়ে ৪-১ গোলে শিরোপা জয় করে বাংলাদেশ।

আর অপর শিরোপাটি আসে কাবাডি থেকে। কাবাডিতে জাতীয় দল বঙ্গবন্ধু কাপে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে চলতি বছর। এতে করে একই বছরে চার শিরোপার দেখা পায় লাল সবুজের প্রতিনিধিরা। এছাড়া ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজ গুলোতে বেশ কিছু সাফল্য রয়েছে বাংলাদেশের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *