খাম হাতে রাজশাহীর দেশি ক্রিকেটারদেড়, ‘হুমকি’

খাম হাতে রাজশাহীর দেশি ক্রিকেটারদেড়, ‘হুমকি’

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠের চেয়ে মাঠের বাইরের কাণ্ডে বেশি আলোচনায় দুর্বার রাজশাহী। দলটির ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্কে একের পর এক যেন ঢেউ লাগছে! যা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

এমন বিতর্ক আর সমালোচনার মাঝেই নতুন গুঞ্জন, এবার ম্যাচ বয়কট করতে যাচ্ছেন দলটির বিদেশি ক্রিকেটাররা। তবে ধারণা করা হচ্ছে, দেশি ক্রিকেটাররা আজ তাদের পারিশ্রমিক পেয়েছেন।

বিকালে রাজশাহীর লোগো থাকা খাম হাতে নিয়ে একটি গ্রুপ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন এনামুল হক বিজয়। যেখানে বিজয়ের সঙ্গে দেখা গেছে জিশান আলম, সোহাগ গাজী, আকবর আলী, শফিউল ইসলামদের মতো দেশি তারকাদের।

দলটির সাবেক এই অধিনায়কের পোস্ট করা ছবির ক্যাপশনে লিখা, ‘সবকিছু ঠিক আছে, লে ঘিরে লে।’ প্রথম বাক্যটি দিয়ে দলের অবস্থা স্বাভাবিক আছে সেটা বুঝাতে চেয়েছেন বিজয়। আর দ্বিতীয় বাক্যে রাজশাহীর আঞ্চলিক ভাষায় প্রতিপক্ষকে মাঠে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বিজয়।

সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। ম্যাচটি খেলতে এরই মধ্যে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে পৌঁছেছেন দলটির ক্রিকেটাররা। তবে শুধু ফ্র্যাঞ্চাইজিটির দেশি ক্রিকেটারদের দেখা গেছে।

টস শুরুর আধা ঘণ্টা আগেও মাঠে ওয়ার্ম আপের সময় দেখা যায়নি রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটারকে। গুঞ্জন রয়েছে, দলটির কোনো বিদেশি ক্রিকেটারই হোটেল থেকে মাঠে আসেননি পারিশ্রমিক বকেয়া থাকায়।

এদিকে, রাজশাহীর দেশি ক্রিকেটারদের ম্যাচের আগে ঘাম ঝরিয়ে নিতে দেখা গেছে। এ ছাড়া দলের সঙ্গে দেখা গেছে প্রধান কোচ এজাজ আহমেদসহ বাকিদেরও। বিপিএলের নিয়ম অনুযায়ী, দুইজন বিদেশি ক্রিকেটারকে একাদশে রাখতেই হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *