খুলনার নতুন ইংলিশ ব্যাটার, কে এই শিবলি

খুলনার নতুন ইংলিশ ব্যাটার, কে এই শিবলি

ইংল্যান্ডের ২৯ বছর বয়সী ব্যাটার ডমিনিক পিটার শিবলিকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে খুলনা টাইগার্স। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এই খবর জানিয়েছে দলটি।

ডমিনিক শিবলি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২২টি টেস্ট ম্যাচ খেলেছেন। ২০১৯ সালে টেস্টে অভিষেক হওয়ার পর ২০২১ সালে ভারতের বিপক্ষে তার শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রায় ২৯ গড়ে, দুই সেঞ্চুরি এবং ৫টি ফিফটিতে তার সংগ্রহ ১ হাজার ৪২ রান। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যারিয়ার খুব একটা সামনে এগোয়নি।

সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের জার্সি পরা হয়নি শিবলির, তবে তিনি ৪৪টি লিস্ট ‘এ’ এবং ৪৬টি ঘরোয়া টি-২০ ম্যাচে অংশ নিয়েছেন। টি-২০ ক্রিকেটে তার সেরা ইনিংস ছিল ৭৪ রান।

শিবলি সংক্ষিপ্ত সংস্করণে মোট ১১২৮ রান করেছেন, গড় প্রায় ২৯। তিনি ১২৪.২২ স্ট্রাইক রেটে ৮টি ফিফটি সহ রান করেছেন এবং সাধারণত টপ অর্ডারে ব্যাটিং করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *