ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সম্পর্ক দীর্ঘদিন ধরে তিক্ত। এশিয়া কাপের পর এই তিক্ততা আরও গভীর হয়েছে, যখন টুর্নামেন্ট চলাকালীন ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বিজয়ী ভারতকে ট্রফি না দেওয়ায় দুই দেশের বোর্ডের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
এই পরিস্থিতিতে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেছেন, ক্রিকেটে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। সম্প্রতি তিনি উইজডেন ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা রাখা দরকার। লিগ ক্রিকেটে সব দেশের খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত। সাহস দেখাতে হবে, বড় হতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, তা অনেক সময় হচ্ছে না। এখানে আইসিসি ও জাতীয় ক্রিকেট বোর্ডগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল বা লিগের মালিকানা যাই হোক না কেন, সব দেশের খেলোয়াড়দের সমান সুযোগ পাওয়া উচিত।”

