বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না এবং আগামী নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত ৮ দলের সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
হামিদুর রহমান আযাদ বলেন, “কেউ কেউ বলেন সংবিধানে গণভোটের বিধান নেই। তবে বাস্তবে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করেছিলেন শেখ হাসিনা। যারা এখন বলছেন সংবিধানে গণভোট নেই, তারা কি হাসিনার সুরে কথা বলছেন না?”
তিনি আরও জানান, সংবিধানে প্রতি পাঁচ বছরে নির্বাচন হওয়ার কথা বলা আছে। তাই ২০২৪ সালে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই; সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন হবে ২০২৯ সালে।
জুলাই সনদ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন ও সংস্কারের পদক্ষেপ গ্রহণ জরুরি, অন্যথায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না।”
বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, “আপনারা নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চাইছেন, কিন্তু বাংলাদেশের জনগণ এমন ষড়যন্ত্র বাংলার মাটিতে কখনও মেনে নেবে না। সংকট সমাধানের জন্য আলোচনার পথ বন্ধ করেনি জনগণ, বরং সরকার রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে সেই পথ আটকে দিয়েছে।”

